Geography General Knowledge in Bengali pdf- ভূগোল প্রশ্নোত্তর
![]() |
Geography General Knowledge in Bengali pdf ভূগোল প্রশ্নোত্তর |
Geography General Knowledge in Bengali pdf for RRB NTPC,Group D,WBP constabel,psc Clerk
হ্যালো বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করলাম Geography General Knowledge in Bengali pdf ভূগোল প্রশ্নোত্তর
আসা করি এই Geography General Knowledge pdfটি আপনাদের বিভিন্ন competitive exam যেমন -wbcs,psc clerk,ssc,wbp constable,icds ইত্যাদি পরিক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
আসা করি এই Geography General Knowledge pdfটি আপনাদের বিভিন্ন competitive exam যেমন -wbcs,psc clerk,ssc,wbp constable,icds ইত্যাদি পরিক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
তাই দেরি না করে নিচের দেওয়া লিঙ্কে কিল্ক করে ডাউনলোড করে নিন।
প্রশ্নের কিছু নমুনা দেওয়া হল
1. বাংলার যে জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে
উত্তর : নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া
2. বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল
উত্তর : বাংলাদেশ ।
3. বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল
উত্তর : 23টি ।
4. উত্তর উত্তর : পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয়
উত্তর : শিলিগুড়িকে ।
5. দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল
উত্তর : ক্যানিং ।
6. বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত
উত্তর : পুরুলিয়া ।
7. বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে
উত্তর : 21 শে জুন ।
8. সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায়
উত্তর : দক্ষিণ 24 পরগনা ।
9. প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল
উত্তর : আলিপুর ।
10. ‘Chicken’s Neck’ বলা হয়
উত্তর : উত্তর দিনাজপুরের চোপড়াকে ।
11. ‘City of Joy’ বলা হয়
উত্তর : কলকাতাকে ।
12. বাংলার উত্তরের সমভূমি অংশ হল
উত্তর : বরেন্দ্রভূমি।
13. বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে
উত্তর : সিঙ্গলিলা ।
14. বাংলার সর্বোচ্চ শৃঙ্গ
উত্তর : সান্দাকফু ।
15. বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল
উত্তর : গোর্গাবুরু ।
Click Here to Download
No comments:
Post a Comment