Geography General knowledge question and answer in bengali pdf- ভূগোল প্রশ্ন ও উত্তর
![]() |
Geography General knowledge question and answer in bengali pdf- ভূগোল প্রশ্ন ও উত্তর |
Geography General knowledge question and answer in bengali !! Gergraphy pdf in bengali !! ভূগোল প্রশ্ন ও উত্তর
প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম Geography General knowledge question and answer in bengali pdf
আসা করি আপনাদের বিভিন্ন পরিক্ষা যেমন - Wbcs,psc clerk,wbp constabl, ssc,ntpc,Group -D ইতাদি পরিক্ষায় ভিষনভাবে আপনাদের সাহায্য করবে।তাই দেরি না করে নিচের দেওয়া লিঙ্কে কিল্ক করে Pdf টি সংগ্রহ করুন।
১. আরবসাগরের রানী কাকে বলা হয়?
উত্তর : কোচিনকে
২. একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখ?
উত্তর : নভসেবা
৩. ভারতে বৃহত্তম সার কারখানা আছে?
উত্তর : সিন্করিতে
৪. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তর : আমেদাবাদকে
৫. ভারতের শুল্কমুক্ত বন্দর হলো ?
উত্তর : কান্ডালা
৬. চিনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর : গুজরাট
৭. কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো ?
উত্তর : হলদিয়া
৮. মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো?
উত্তর : ট্রম্বে
৯. আসামের কোথায় ডিজেল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে?
উত্তর : ডিগবয়
১০. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর : ওড়িশায়
১১. বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে?
উত্তর :দুশো চারটি
১২. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?
উত্তর : নাত্রা উপত্যকা ([কারাকোরাম)
১৩. সূয়েজ ক্যানাল কোথায় অবস্থিত?
উত্তর : ইজিপ্টে
১৪. Soler system এর আবিষ্কারক কে?
উত্তর : কোপার্নিকাস
১৫. বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে?
উত্তর : আ্যালেক্সি লিওনভ
১৬. পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উত্তর :সাইবেরিয়া [ ভারখয়ানস্ক )
১৭. ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে?
উত্তর : ১৪৭টি
১৮. পূর্বঘাট পর্বতের অপর নাম কি?
উত্তর :মলয়াদ্রি
১৯. পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি?
উত্তর :বুর্জ খলিফা
২০. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী, ভারতের সবচেয়ে গরীব রাজ্য
কোনটি?
উত্তর ছত্তিশগড়
২১. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি?
উত্তর ভ্যাটিকান সিটি
২২. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ?
উত্তর :রোম
২৩. দৈর্ঘ্য , প্রস্থ, উচ্চতা - তিনটি মাত্রা, চতুর্থ মাত্রা কি?
উত্তর :সময়
২৪. কসমিক ইয়ার (Cosmic) কি?
উত্তর :যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ
করে
২৫. গঙ্গা , যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে?
উত্তর :এলাহাবাদ
২৬. ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল
“Ecology is Permanent Economy” ?
উত্তর :চিপকো আন্দোলন
২৭. ওড়িশা রাজ্যের 50316 11113] কোনটি ?
উত্তর :সম্বর হরিণ
২৮. ' আমন ব্রিজ ' কোন দুটি দেশকে যুক্ত করেছে?
উত্তর ভারত - পাকিস্তান
২৯. পশ্চিমী ঝঞ্চার ফলে কোথায় বৃষ্টিপাত হয়?
উত্তর :বিহার - উত্তরপ্রদেশ
৩০. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?
উত্তর :হায়দ্রাবাদ
৩১. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি?
উত্তর :সেকস্ট্যান্ট যন্ত্র
৩২. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি?
উত্তর :আলাস্কার হুর্বার্ড
৩৩. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?
উত্তর :নরওয়ের সেভলে ফিয়র্ড
৩৪. উত্তর প্রদেশ ও বিহারের অশ্ক্ষুরাকৃতি হুদকে কী বলে?
উত্তর :কোর বা তাল
৩৫. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর :মার্কিন যুক্তরাষ্ট্রে
৩৬. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর : মাউন্ট ব্লাক।
৩৭. “চ্যালেঞ্জার খাত ” কোথায় অবস্থিত?
উত্তর :প্রশান্ত মহাসাগরে
৩৮. বেরিং প্রোত কোন মহাসাগরে দেখা যায় ?
উত্তর প্রশান্ত মহাসাগরে
৩৯. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?
উত্তর :মরু অঞ্চলে
৪০. উত্তর গোলার্ধের “মেরুজ্যোতি ” কে কী বলে ?
উত্তর :আরোরা বেরিয়ালিস
৪১. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
উত্তর :সরাবতী নদীর গেরসোগ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত
৪২. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর :অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা(১৬৮০
মিটার)
৪৩. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর :কলসুবাই(১৬৪৬ মিটার)
৪৪. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
উত্তর :মেঘালয়
৪৫. অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
উত্তর :পুরুলিয়া, পশ্চিমবঙ্গ
৪৬. “কচ্ছ ” শব্দের অর্থ কী?
উত্তর :জলাময় দেশ
84, “Sky River " নামে কোন নদী পরিচিত?
উত্তর ব্রহ্মপুত্র
৪৮. জম্মু কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর :তাওয়াই
৪৯. ময়ুরাক্ষী নদীর ওপর নির্মিত “মশানজোড় ” বাঁধ কে “কানাডা বাঁধ ”
বলা হয় কেন?
উত্তর :১৯৫৪-৫৫ সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মান কাজ
সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ
৫০. অষ্টমুদী হুদ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর :কেরালার কোলাম জেলাতে
৫১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
উত্তর:Kunchikal Falls(455 M ), Masthikatte ,
Shimoga district, Karnataka
৫২. ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর :২০০৭ সালের ১৫ অক্টোবর , অদ্ধপ্রদেশের হায়দ্রাবাদে ছ্থাপিত হ্য়
৫৩. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর :হনুলুলুতে
৫৪. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়?
উত্তর :২রা ফেব্রুয়ারি
৫৫. “রামসার ” চুক্তি কত সালে কার্যকর হয়?
উত্তর :১৯৭৫
৫৬. কার্বন মুক্ত দেশ কোনটি?
উত্তর ভুটান
৫৭. কাঞ্চনজংঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World heritage site এর তালিকায় কবে স্থান পায়?
উত্তর :১৮ জুলাই ২০১৬
৫৯. ভারতে UNESCO প্রদত্ত বর্তমানে মোট কতগুলি World heritage এর তকমা পেয়েছে?
উত্তর :৩৫টি
৬০. “চিপকো ” কথার অর্থ কী?
উত্তর :জড়িয়ে ধরা
৬১. “চিপকো আন্দোলন ” কবে গড়ে ওঠে?
উত্তর :১৯৭৩ সালে বর্তমান উত্তরাখন্ডের গাড়ওয়াল জেলার মন্ডল গ্রামে
গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত, অহিংস আন্দোলন গড়ে ওঠে , গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতো বলে একে চিপকো
আন্দোলন বলা হয়
৬২. চিপকো আন্দোলনের গ্লোগান কী ছিল?
উত্তর :"What do the forest bear? soil,Water
and pure air.
৬৩. "আ্যাপ্পিকো আন্দোলন “কবে শুরু হয়?
উত্তর :১৯৮৩সালে কর্ণাটকের সিরসী অঞ্চলের সলকানী বনাঞ্চলে
গাছকাটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়
৬৪. “আ্যাপ্পিকো ” শব্দের অর্থ কী?
উত্তর :গভীর ভাবে জড়িয়ে ধরা
৬৫. “আ্যাল্পিকো আন্দোলন “এর স্লোগান কী ছিল?
উত্তর:'Five Fs "_F=Food,Fodder,Fuel,Fiber, Fertilizer
৬৬, মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত?
উত্তর :নর্মদা বাঁচাও আন্দোলন
৬৭. ' ভারতের রূঢ় “ - কোন শহরকে বলে ?
উত্তর :দুর্গাপুর
৬৮. ' উদীয়মান শিল্প ' কোন শিল্প কে বলা হয় ?
উত্তর :পেট্রো - রসায়ন শিল্প
৬৯, মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত?
উত্তর :মিলপা
৭০. বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর :১৯৯২ সালে
৭১. WTO এর সদস্য দেশের সংখ্যা কত ?
উত্তর :১৬৪ টি (জুলাই ২০১৬)
৭২. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী , ভারতের জনঘনত্ব কত?
উত্তর : ৩৮২ জন প্রতি বর্গকিমি
৭৩. ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি?
উত্তর :বারাণসী থেকে কন্যাকুমারী
৭৪. জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর :প্রশান্ত মহাসাগর
৭৫.. মানবীয় ভূগোলের প্রবক্তা কে?
উত্তর ভিদাল - দে - লা - ব্লাচে
৭৬. civilisation and climate গ্রন্থটির লেখক কে?
উত্তর :হান্টিংটন
44. ‘Cosmos’ কার লেখা ?
উত্তর :হামবোল্ট
৭৮. মৃত্তিকার অন্নতব ও ক্ষারত্ব নির্ণয়ের সূচনা ঘটে কবে?
উত্তর :১৯০৯ সালে
৭৯. ' সাংস্কৃতির উৎস ক্ষেত্র ' কথাটি প্রথম কে উপস্থাপন করেন?
উত্তর :সাওয়ার
৮০. সমাজ ভূগোলে লোকাচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : W.G SUMNER
৮১. ভারতে শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি?
উত্তর :তাপীয়
৮২. পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয়?
উত্তর :ঝালদা ও মানবাজার অঞ্চলে
৮৩. সিঙ্গারেনী কয়লাখনি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর অস্ধরপ্রদেশ
৮৪. মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত?
উত্তর :কর্ণাটক
৮৫. বিশ্ব সমুদ্র দিবস ' কবে পালিত হয় ?
উত্তর : ৮ই জুন
৮৬. বাংলাদেশের কোন শহরকে ' প্রাচ্যের ডান্ডি ' বলা হয় ?
উত্তর :নারায়ণগঞ্জ
৮৭. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
উত্তর :দার্জিলিং-এর সিদ্রাপং
৮৮. ' নামধাপা ' ব্যাম্তর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :অরুণাচল প্রদেশ
৮৯. সাইক্লোন বা আ্যন্টি সাইক্লোন কার প্রভাবে হয় ?
উত্তর :বাণিজ্য বায়ু
৯০. কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত ?
উত্তর :ঝিলম
৯১. সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হলো, তার নাম কী?
উত্তর :কালিম্পং
৯২. বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি?
উত্তর :পূর্বাশা
৯৩. দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত ?
উত্তর :রূপনারায়ণ
৯৪. বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত জায়গা “ বক্সদুয়ার “ কোন জেলায় অবস্থিত?
উত্তর :জলপাইগুড়ি
৯৫. ' দিয়ারা ' অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত ?
উত্তর :মালদা
৯৬. বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো নদী কোনটি ?
উত্তর :দামোদর
৯৭. তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত?
উত্তর :বীরভূম
৯৮. বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ?
উত্তর :পুরুলিয়া
৯৯. বাংলার কোন জেলায় সবথেকে বেশি গরম পড়ে ?
উত্তর :বর্ধমান জেলার আসানসোল
১০০. ' ত্রাসের নদী ' কাকে বলে ?
উত্তর :তিস্তা
১০১. ভারত ও পাকিস্তানের মধ্যে কারাচিতে ' সিন্ধু জলবন্টন চুক্তি “
কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর :১৯৬০সালে
১০২. কোন রাজ্যের একটি শহরের নাম “ পহেলগাম' ?
উত্তর :জম্মু ও কাশ্মীর
১০৩. ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে?
উত্তর :সুয়েজ খাল
১০৪. ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয় ?
উত্তর :এলাহাবাদ
৪০৫. ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বস্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়ো?
উত্তর :৯০ গুণ
১০৬. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে?
উত্তর :কেরালা
১০৭. বাংলার “ শিলিগুড়িতে ' জনসংখ্যা বৃদ্ধির কারণ কী?
উত্তর :ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা
১০৮. কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে ?
উত্তর :রাশিয়া
১০৯. যদি বায়ুমণ্ডল না থাকত তবে আকাশের রং কী হত ?
উত্তর :কালো
১১০. কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড়ো বিমানবন্দরটি অবস্থিত?
উত্তর :সৌদি আরব
১১১. কোন প্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে ?
উত্তর : উষ্ণ কুরোশিয়ো
১১২. মগ্নচড়ার সৃষ্টি কোথায় হয়?
উত্তর : শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে
১১৩. গ্র্যান্ড ব্যাঙ্ক অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত ?
উত্তর : বাণিজ্যিক মৎস্য চাষের জন্
১১৪. জোয়ারভাটা খেলে এমন একটি নদীর নাম কি?
উত্তর : টেমস্
১১৫. শৈবাল সাগর কি?
উত্তর : উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভাসমান
আগাছা ও শৈবালপূর্ণ বিস্তৃত প্রোতহীন জলভাগকে 'শৈবাল সাগর' বলে
১১৬. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি ?
উত্তর : প্রশান্ত মহাসাগর
১১৭. বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায়?
উত্তর : আটলান্টিক মহাসাগরে
১১৮. হিমপ্রাচীর কোথায় দেখা যায় ?
উত্তর : আটলান্টিক মহাসাগরে
১১৯. চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে কত সময় লাগে ?
উত্তর: ২৭১/২ দিন
১২০. ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে ২৪ ঘন্টায় ক-বার জোয়ার ও ক-
বার ভাটা হয় ?
উত্তর : দু-বার জোয়ার ও দু-বার ভাটা হয়
১২১. কার্পাস উৎপাদনে ভারতের স্থান কোথায় ?
উত্তর : সপ্তম
১২২. মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : ঝাড়খন্ড
১২৩. জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত?
উত্তর : গার্ডেনরিচ
১২৪. পিমপ্রিতে কি জাতীয় শিল্প গড়ে উঠেছে?
উত্তর : পেনিসিলিন
১২৫. চলচ্চিত্র শিক্ষণ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
উত্তর : পুনাতে
১২৬. পৃথিবীর সর্ববৃহৎ সমভূমির নাম কি?
উত্তর : সাইবেরিয়ান সমভূমি
১২৭. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর : ইয়াংসি-কিয়াং
১২৮. চিনে কৃষিজীবির সংখ্যা শতকরা কত ?
উত্তর : ৭৫ ভাগ
১২৯. পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি?
উত্তর : প্রশান্ত মহাসাগর
১৩০. আরবসাগরের রানী কাকে বলা হয় ?
উত্তর: কোচিনকে
১৩১. ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশীর ভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয়?
উত্তর: তাপ বিদ্যুৎ
১৩২. জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা [N.T.P.C) কত সালে গঠিত হয়েছে?
উত্তর: ১৯৭৫ সালে
১৩৩. ইলেকট্রনিক্স শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে?
উত্তর : দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
১৩৪. ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত
হয়েছিল ?
উত্তর : ১৮৩০, তামিলনাড়ুর পোর্টোনোভা
১৩৫. বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও
কারিগরী সহযোগিতায় গড়ে তোলা হয়েছে?
উত্তর : পূর্বতন সোভিয়েত ইউনিয়ন
১৩৬. ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারী লৌহ-ইস্পাত কারখানা কোনটি ?
উত্তর : TISCO জামসেদপুর
১৩৭. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে?
উত্তর : পশ্চিম জর্মানী
১৩৮. ভিলাই লৌহ-ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে?
উত্তর : পূর্বতন সোভিয়েত ইউনিয়ন
১৩৯. ভারতে রেল-ইঞ্জিন তৈরী করে কোন সংস্থা ?
উত্তর : পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ারর্স
১৪০. ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত?
উত্তর : উত্তরপ্রদেশের বারাণসী
১৪১. ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত?
উত্তর : তামিলনাড়ুর পেরাম্কুর
১৪২. পশ্চিমবঙ্গের 'জেসপ এ্যান্ড কোং' নাম সরকারী সংস্থায় কী তৈরী
হয়?
উত্তর: মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি
১৪৩. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি ?
উত্তর : বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ড
১৪৪. ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ?
উত্তর : ঘুসুড়ি
১৪৫. কোন শহরকে “ভারতের ম্যাঞ্চেস্টার' বলা হয়?
উত্তর : আহমেদাবাদ
১৪৬. ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ?
উত্তর: গুজরাট
১৪৭. ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
উত্তর : পশ্চিমবঙ্গের রিষড়ায়
১৪৮. প্রথম শ্রেণীর শহর বলা হয় শহরকে তার জনসংখ্যা কত ?
উত্তর : ১ লক্ষের বেশী
১৪৯. মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা -
উত্তর: ১০ লক্ষের বেশী
১৫০. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
উত্তর: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী
১৫১. 'ভারতের প্রবেশ দ্বার' বলা হয় কোন শহরকে ?
উত্তর : মুম্বাই
১৫২. ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ?
উত্তর : মুম্বাইকে
১৫৩. ভারতের অধিকাংশ হিন্দী চলচ্চিত্র নির্মিত হয় কোথায় ?
উত্তর : মুম্বাইয়ে
১৫৪. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে কত সালে স্থানান্তরিত
হয়?
উত্তর: ১৯১১ সালে
১৫৫. ওয়েলিংডন বিমানঘাঁটি কোথায় অবস্থিত ?
উত্তর: ব্যাঙ্গালোরে
১৫৬, ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি ?
উত্তর : ব্যাঙ্গালোর
১৫৭. সালারজঙ্গ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : হায়দ্রাবাদে
১৫৮. হায়দ্রাবাদের যমজ শহর কোনটি ?
উত্তর : সেকেন্দ্রাবাদ
১৫৯. হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : মুসী নদীর তীরে
১৬০. কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়?
উত্তর : ব্যাঙ্গালোরকে
১৬১. ন্যাশনাল আ্যারোনটিক্যাল ল্যাবরেটরী কোথায় অবস্থতি ?
উত্তর : ব্যাঙ্গালোরে
১৬২. আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : সবরমতী নদীর তীরে
১৬৩. উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি ?
উত্তর : কানপুর
১৬৪. লক্ষণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : গোমতী নদীর তীরে
১৬৫. কোন শহরকে 'গোপালী শহর' বলা হয় ?
উত্তর : জয়পুরকে
১৬৬. ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর: কোচিনে
১৬৭: কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের
কোন শহরে অবস্থিত ?
উত্তর : কোচিনে
১৬৮. বরোদা শহরের নতুন নাম কী ?
উত্তর : ভাদোদরা
১৬৯. দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির 'মিনাক্ষী মন্দির' কোথায় অবস্থিত
উত্তর : মাদুরাইতে
১৭০. কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়?
উত্তর : মাদুরাই
১৭১. কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তর : বারাণসীতে
১৭২. হিন্দুস্থান শিপইয়ার্ড কোথায় অবস্থিত?
উত্তর : বিশাখাপত্তনমে
১৭৩. হুগলী নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরণের বন্দর ?
উত্তর : নদী বন্দর
১৭৪. বোম্বাই বন্দর কোন ধরণের বন্দর ?
উত্তর : সমুদ্র বন্দর
১৭৫. ভারতের সর্বশ্রেণ্ঠু সামুদ্রিক বন্দর কোনটি ?
উত্তর : মুম্বাই
➦Click Here to Download
No comments:
Post a Comment