2500+ General knowledge in bengali pdf for Rrb ntpc,Group d
![]() |
2500+ General knowledge in bengali pdf for Rrb ntpc,Group d |
প্রতিদিনের মতো আজকে আপনাদের সঙে শেয়ার করলাম 2500+ General knowledge in bengali pdf for Rrb ntpc,Group d
আসা করি General knowledge pdf টি আপনাদের প্রস্তুতিতে সাহায্য করবে।
তাই দেরি না করে নিজের দেওয়া লিঙ্কে কিল্ক করে ডাউনলোড করে নিন।
তাই দেরি না করে নিজের দেওয়া লিঙ্কে কিল্ক করে ডাউনলোড করে নিন।
প্রশ্নের কিছু নমুনা।
১.মহাড় আন্দোলন শুরু করেছিলেন - বি. আর. আম্বেদকর।
২. বিজয় নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন - কৃষ্ণদেব রায়।
৩. মারাঠী সংবাদপত্র 'কেশরী' শুরু করেছিলেন - বাল গঙ্গাধর তিলক।
৪. সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় ছিলেন - লর্ড লিনলিখগো।
৫. আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হল- মাউন্ট কিলিমাঞ্জারো।
৫. আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হল- মাউন্ট কিলিমাঞ্জারো।
৬. উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ হল- মাউন্ট ম্যককিনেল।
৭. পৃথিবীর বৃহত্তম অন্তরদেশীয় সমুদ্র হল- কাস্পিয়ান সাগর।
৮. অস্ট্রেলিয়ার প্রধান নদী প্রণালী বা অববাহিকা হল- মারে ডার্লিং।
৯. বায়ু মন্ডলের শব্দ তরঙ্গ হল- অনুদৈর্ঘ্য তরঙ্গ।
১০. মানব দেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে - হাইপোখ্যালামাস।
১১. মানব দেহের ক্রোনিয়াল নার্ভের সংখ্যা- 12 জোড়া।
১৩. ড্রাই ক্লিলিং করতে ব্যবহৃত হয় - লুব্লিকেটিং ওয়েল।
১৪. ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধ - কমে যায়।
১৫. অস্সান তক্তুর চারপাশ আবৃত থাকে - মায়োলিন সিদ দ্বারা
১৬. জলের তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহৃত যন্ত্র হল- ভোল্টামিটার।
১৭. ইলেকট্রিক বান্তে ব্যবহৃত ফিলামেন্টের - রোধ বেশি ও গলনাঙ্ক বেশি।
১৮. চোখের লেন্সের পিছনের অংশটি যে তরল দ্বারা পূর্ন থাকে - ভিট্রিয়াস হিউমার দ্বারা।
১৯. যেয়ন্তরের দ্বারা পরিবর্ত প্রবাহ সমপ্রাহে পরিনত হয় - ট্রানজিস্টর দ্বারা।
১৮. চোখের লেন্সের পিছনের অংশটি যে তরল দ্বারা পূর্ন থাকে - ভিট্রিয়াস হিউমার দ্বারা।
১৯. যেয়ন্তরের দ্বারা পরিবর্ত প্রবাহ সমপ্রাহে পরিনত হয় - ট্রানজিস্টর দ্বারা।
২১. রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন - রাজ্যপাল।
২২. ভগত সিং ও রাজগুরুর ফাসি হয়েছিল - ২৩ শে মার্চ ১৯৩১।
২৩.যে ভেনিসীয় পর্যটক বিজয় নগর সাম্রাজ্যে এসেছিলেন - নিকোলা- দা-কান্টি।
২৪. পশ্চিমঘাট পর্বতের উত্তররাংশ যে নামে পরিচিত তাহল- সহ্যাদ্রি।
২৪. পশ্চিমঘাট পর্বতের উত্তররাংশ যে নামে পরিচিত তাহল- সহ্যাদ্রি।
২৬. জলের আপেক্ষিক তাপ হল-তিন চতুর্থাংশ।
২৭. যে অব্যাহত কারনের ফলে একটি কক্ষে শব্দের প্রতিধ্বনি হয় - প্রতিফলনের ফলে।
২৮. 'পো' নদী যে দেশের উপর দিয়ে প্রবাহিত হয় - ইটালী।
২৮. 'পো' নদী যে দেশের উপর দিয়ে প্রবাহিত হয় - ইটালী।
২৯. 'সূর্য কিরন ষষ্ঠ' হল - একটি সৌর শক্তি কেন্দ্র।
৩০. ২০১৪ সালের অস্কার পুরস্কার প্রাপক শ্রেষ্ঠ চলচ্চিত্র ছিল- 12 years a স্লাভে
Click Here to Download
Whats app Groupএ শেয়ার করুন 👇
No comments:
Post a Comment